মোশারফ হোসেন: যশোরের অভয়নগর উপজেরার ০১ নং প্রেমবাগ ইউনিয়ন’র মাগুরাহাট ২ নং ওয়ার্ডের (রাজমিস্ত্রী) মোঃ আবাুল হোসেন(৫৫) বিরুদ্ধের মোটা অংকের টাকা লোপাটের অভিযোগ উঠেছে। জানা গেছে ৩৯ জন গ্রামবাসির কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বমোট ২৭,১৪,০০০/- (সাতাশ লক্ষ চৌদ্দ হাজার) টাকা আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছেন। যার প্রেক্ষিতে মোঃ আমিনুর ইসলাম বাদি হয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভূগী আমিনুল ইসলাম বলেন, আবুল হোসেন একজন (রাজ মিস্ত্রী) আমি বাড়ি তৈরী করবো আলোচনা করি। তিনি আমাকে আশ্বস্ত করেন বাজার মূল্যের চেয়েও কম দামে ইট কিনে দিবে। জানা মতে তিনি দীর্ঘদিন ধরে দাদনে তুলনামূলক কম দামে ইট ক্রয় করে দেন। তারই ধাবাহিকতায় মোঃ ফারুক হোসেন (৩৫) হুমায়ুন (২৫) ও জসীম উদ্দিন (৩৬) কে স্বাক্ষী রেখে দুই সপ্তাহের মধ্যে ইট দিবেন এই মর্মে ৭০,০০০/- টাকা প্রদান করে। কিন্তু সময় পার হলেও ইট আসেনি। বিষযটি অন্যদের সাথে আলোচনায় লোক জানাজানি হলে বেরিয়ে আসে আবুলের প্রতারণার আসল রুপ। দেখা যায একইভাবে ইটের কথা বলে মোট ৩৯ জন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় একই প্রাতারণা করে লাক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বাড়িঘর তৈরী করেছেন। বর্তমানে আবুল আত্মগোপনে রয়েছেন।
অপর ভুক্তভূগী বলেন,আমরা চাষাবাদ করে জিবন জিবিকা চালায়।এই আবুল গ্রামের অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পালিয়েছে। তার ছেলেদের জানালে তারা বলে বাবাকে পাচ্ছিনা, আমাদের সাথে কোন যোগাযোগ নেই।অনেকে বলেন পরিবারের সাথে যুক্ত হয়ে পালিয়ে রয়েছেন তিনি । বিধায় পাওনাদাররা মিলে মাগুরা হাটে আবুলের বিরুদ্ধে একটা মানববন্ধন করে। যাতে প্রাশাসনের নজর কাড়ে এবং তাদের সহযোগিতায় টাকা উদ্ধার হয়।
আরেক ভুক্তভূগী বলেন, আমি কৃষি কাজ করি তাই সংসার চলে। আবুলকে বাড়ি করবো বোলে ইট কম দামে কিনে দেবে অনরগল বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে তাকে টাকা দিলে সে ইট না দিয়ে পালিয়ে যায়। এ বিষযে থানায অভিযোগ করা সহ তার বিরুদ্ধে একটা মানববন্ধন করা হয়েছে।আমাদের দাবি অবিলম্বে আমাদের টাকা যাতে আদায় হয় সে ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি সাহেবের হস্তক্ষেপে কামনা করি।
অভিযুক্ত আবুলের নিখোঁজের বিষয় জানাতে চাইলে ছেলে বলেন, আব্বার ব্যাপারে আমার কোন ইন্টারেষ্ট নেই।গ্রামবাসির কাছ থেকে আমার আব্বা টাকা নিয়েছে বিষটা জেনেছি, কিন্তু বাবাকে সাতমাস যাবৎ পাওয়া যাচ্ছে না নিখোঁজ। তবে তাকে না পাওয়ার বিষয়ে কোন লিখিত অভিযোগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, থানায় কোন অভিযোগ করিনি। তার সাথে আমার পরিবার কোন রকম যোগাযোগ করার চেষ্টাও করি না।তিনি টাকা নেযার সময় আমাকে বলেনি তাই এব্যাপারে আমার কিছু করার নেই