রাসেল আকবর,বিশেষ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অভয়নগর থানা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে কাজী গোলাম হায়দার ডাবলু, সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন এবং এফ এম গিয়াস উদ্দিন নির্বাচিত হয়েছেন। এর আগে সভাপতি পদে ফরাজী মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হয়েছেন।
থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে গোলাম হাদার ডাবলু ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মশিয়ার রহমান মশি ২৭৪ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ৩৫০ ভোট, এফ এম গিয়াস উদ্দিন ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শেখ আসাদুল্লাহ আসাদ ২৬০ ভোট পেয়েছেন।
সকাল ৯ টা থেকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে শুরু হওয়া নির্বাচনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্য়ন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬.১৫ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন প্রমূখ।