মোঃ মাসুম সরদার খুলনা: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে দলের নেতাকর্মীদের সুসংগঠিত থাকতে হবে। যাতে কোনো আক্রমণ বা ষড়যন্ত্র দলকে ধ্বংস করতে না পারে।
সংগঠনকে শক্তিশালী করতে পারলে এবং জনগণের সমর্থন পেলে কোনো হামলা বা ষড়যন্ত্র আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না।’
তিনি বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীর কাছে আমার একটাই আবেদন থাকবে, সংগঠনকে সুসংগঠিত করতে হবে। একজন রাজনীতিবিদের জীবনে সংগঠন হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি বিষয়। যদি সংগঠন শক্তিশালী হয়, তবে দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়।
বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে এ দেশের মানুষকে একটা উন্নত জীবন দিয়ে যাওয়াই সংগঠনের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, প্রত্যেক নেতাকর্মীকে বলবো, দলের ও নেতাকর্মীদের ওপর বারবার আঘাত এসেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক কষ্ট সহ্য করেছে। তাদের পরিবারগুলো কষ্ট করেছে। কিন্তু সংগঠন ধরে রেখেছে। কাজেই যেমন সংগঠন করতে হবে, তেমনি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে, সেটাই আমাদের মূল শক্তি।
আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাকে ও আওয়ামীলীগ কে ভোট দিয়েছে, আমরা বারবার ক্ষমতায় এসেছি। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আর্থসামাজিকভাবে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নতি হচ্ছে,বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফলে আজকে বিশ্বে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বুধবার (১০ জুলাই) বিকালে সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সাথে কর্মী সমাবেশে রূপসার ডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মনির হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রূনা, থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফম আব্দুস সালাম,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: শ্যামল কুমার দাস।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শক্তিপদ বসুর পরিচালনায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম, ওয়াহিদুজ্জামান মিজান, আল মামুন সরকার, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ,
সমাজসেবক মহানন্দ বিশ্বাস, শান্তিরাম মল্লিক, ইউপি সদস্য সুকুমার বৈরাগী, সমর মন্ডল, আজিজুল ইসলাম নন্দু,আবু সালেহ, আইরিন বেগম, স্বপ্না রানী পাল, ফরিদ শেখ, মাখদ দাস, আশুতোষ বৈদ্যসহ অনেকেই।