অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদী রানা ভাটা উলামা নগর এলাকায় অবস্থিত ইহয়াউল উলুম আল ইসলামীয়া মাদ্রাসায় অর্ধ-শতাধিক ফলজ-বনজ ও ঔষুধী বৃক্ষ রোপন করা হয়েছে। মরহুম আব্দুর রহমান মুন্সি ফাউন্ডেশনের উদ্যেগে ওই মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করা হয়। বৃহস্পতিবার বিকালে ইহয়াউল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার মাঠে ওই বিভিন্ন প্রজাতির গাছ গুলো রোপণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মরহুম আব্দুর রহমান মুন্সি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মায়া মার্কেটিং কোম্পানির প্রোপ্রাইটর মহিউদ্দীন মুন্সি তুহিন, ইহয়াউল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মুফতি মোঃ ইসমাঈল হোসাইন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষক মাওলানা আব্বাস খাঁন, আজকের দেশ পত্রিকার যশোর প্রতিনিধি মোঃ সুমন হোসেন সহ প্রমুখ।
এ সময় ইহয়াউল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। মরহুম আব্দুর রহমান মুন্সি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মায়া মার্কেটিং কোম্পানির প্রোপ্রাইটর মহিউদ্দীন মুন্সি তুহিন বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য আমরা কাজ করছি। এবং যতদিন বেঁচে থাকবো এ ধরনের ভালো কাজে সকলের সহযোগিতা নিয়ে সমাজ সংষ্কারে কাজ করে যেতে চাই। দেশ এবং দেশের মানুষের কল্যানে মরহুম আব্দুর রহমান মুন্সি ফাউন্ডেশনের উদ্যেগে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ অব্যহত থাকবে।