শিরোনাম:
মণিরামপুরে ৬ জন প্রতিবন্ধী পেলো হুইল চেয়ার মণিরামপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নড়াইলে যোগদানকৃত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন এসপি এহসানুল কবীর নাসিরনগর ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে দশ দিন ব্যাপী পবিত্র মহররম পালিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার ঝালকাঠি -১ আসনের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা  বদরগঞ্জে পৃথক স্হানে নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে কাউখালীতে আগুনে পুড়ে যাওয়া পরিবারকে আর্থিক সাহায্য প্রদান  এইচএসসি পরীক্ষার্থী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, আত্মহ ত্যার হুমকি ছাতকের মঈনপুর জনতা মহা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত মুহিতুল বারী রহমান
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ইন্ডিয়ান অরিগামিস্ট এর উদ্যোগে এবং বিপ্রদাস চ্যাটার্জির পরিচালনায়… অরিগামি গ্রুপ প্রদর্শনী 

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

সমরেশ রায় ও শম্পা দাস(কলকাতা)পশ্চিমবঙ্গ রিপোর্টার: আজ ১৯শে জানুয়ারি রবিবার, কলকাতার একাডেমি অফ ফাইন‌ আর্টস এর সাউথ গ্যালারীতে, ইন্ডিয়ান অরিগামিস্ট এর উদ্যোগে এবং বিপ্রদাস চ্যাটার্জির পরিচালনায়, অরিগামি গ্রুপ প্রদর্শনী শুরু হয়েছে।

এই প্রদর্শনী শুরু হয় ১৬ই জানুয়ারী, চলবে ২২শে জানুয়ারী পর্যন্ত এবং সকল শিল্পপ্রেমী ও দর্শকদের জন্য খোলা থাকছে , প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত।১৬ই জানুয়ারী সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সম্মানীয় অতিথি সম্প্রীতি মান্নার ও সকল শিল্পীর উপস্থিতিতে শুভ সূচনা হয়।

এই প্রদর্শনীতে যে সকল শিল্পীর অংশগ্রহণ করেছেন এবং তাহাদের হাতের তৈরি ছবি প্রদর্শিত হয়েছে, তাহাদের মধ্যে আছেন, বিপ্রদাস চ্যাটার্জি, প্রভাস দাস, সীমা মুখার্জি, জয়িতা মিত্র, চিরঞ্জন ঘোষ, গৌরব ঘোষ ,দেবাউদ মিত্র, অরিজিৎ পাত্র , সহিনী গুহ রায়, দীপান্বিতা দাস, নীলকমল দাস, সৌমেন পাল ,পর্ণাভো মজুমদার, সুভাষ কর্মকার, শ্রীপর্ণা মজুমদার, বিশ্বজিৎ চন্দ্র, শান্তা ঘোষ, যাহাদের প্রচেষ্টায় এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, এবং শিল্প প্রেমী মানুষ ও দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন।

এই সকল কাগজের শিল্প ও কাজ সচরাচর দেখা যায় না। এবং অন্যান্য শিল্পের প্রদর্শনী হলেও, এই ধরনের প্রদর্শনী খুব কম দেখা যায়, এগুলি বেশিরভাগই বাইরে দেশে হয়ে থাকে বলে জানান, কাগজ দিয়ে যে এত রকম মডেল তৈরি করা যায়, সকল দর্শককে তাক বানিয়ে দিয়েছেন। এমন কি বেশ কয়েকটি স্কুলের ছেলেমেয়েরাও এই প্রদর্শনী দেখতে একাডেমিতে ভিড় জমিয়েছিলেন, তাহারাও এই ধরনের প্রদর্শনই দেখে আপ্লুত। শুধু তাই নয় যে সকল স্কুলের ছেলেমেয়েরা প্রদর্শনী দেখতে এসেছিলেন তাহাদের শিক্ষক ও শিক্ষিকারা আগ্রহ প্রকাশ করেছেন, , যাতে তাহাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের শেখার সুযোগ করে দিতে পারেন।সাংবাদিকদের সাথে কথা বলার সময় উদ্যোক্তা জানালেন, আমি খুশি, যে কয়েকটি স্কুল আমাকে শেখানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আমরাও চাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এই সকল ছোট ছোট ছেলে মেয়েদের তৈরি করা। এই শিল্প শিখতে গেলে শুধু ছোট ছোট ছেলেমেয়েদের শিখলেই হবে না তাহার বাবা-মাকেও আগ্রহ প্রকাশ করতে হবে এবং তাদেরও শেখার আগ্রহ থাকতে হবে , এটা শুধু ছোট ছোট শিশুদের জন্যই শিল্প নয়, সবাই শিখতে পারে, একটা শিশু শিখে নিজের মতো শিল্প গড়ে তুলতে পারবে, এবং সরকারেরও এই শিল্পের উপর নজর দেওয়া দরকার। তাহলে হয়তো শিল্পীরা, এই ধরনের শিল্প তৈরিতে আগ্রহ প্রকাশ করবে, এবং অন্যান্য দেশের মতো পশ্চিমবঙ্গেও বহু শিল্পী তৈরি হবে, কয়েক বছর আগে যখন আমি এই শিল্পর প্রদর্শনী করছিলাম তখন আমরা দু তিনজন মাত্র, আজ আসতে আসতে পদর্শন নীতি ১৮ জন অংশগ্রহণ করেছেন, তারা নিজেরা শেখার চেষ্টা করেছেন এবং তাদের ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। আগামী দিনে যেন আরো অনেক শিল্পী তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category