এম মুরশীদ আলী: ইসলামিক রিলিফ বাংলাদেশ খুলনার উদ্যোগে গত ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। তিনি বলেন- মূল উদ্দেশ্য ছিল পরিবেশের স্বার্থে বৃক্ষরোপণ সম্পন্ন করা। আমরা সবাই জানি গাছ লাগালে পরিবেশের উপকার হয় এবং গাছের কারণে মানুষ পর্যাপ্ত অক্সিজেন পায়। আমরা নির্দয়ভাবে গাছ কেটে ফেলাতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। একটি গাছ কাটলে তার পাঁচগুন গাছ অবশ্যই লাগাতে হবে এবং সংরক্ষণও করতে হবে। গাছ আমাদের জীবন বাঁচাতে সহয়তা করে বলেই গাছের যত্ন নিতে হবে।
এ সময় নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নাসরীন সুলতানা লিপি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান ও ইসলামিক রিলিফ বাংলাদেশ খুলনার সিনিয়র প্রজেক্ট অফিসার মো. জাকারিয়া। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, আইআরবি স্পন্সর শিশু, স্কুলের শিক্ষক ও আইআরবি কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতার জন্য প্রশংসা করা হয়।