রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম,প্রতিনিধি:
উলিপুরে নদ নদীবাহিত বেগমগঞ্জের নয়া চরে নিজ বাড়িতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে আরিফুল ( ২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেপারী পাড়া নয়াচর এলাকায় ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং
শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে চারটায় নয়াচর গ্রামে নিজ বাড়িতে পানির সেঢ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে আরিফুল (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আরিফ বেগমগঞ্জ বেপারী পাড়া নয়া চর গ্রামের তোফাজ্জল হকের তৃতীয় পুত্র সে কলেজ ছাত্র বলে জানা গেছে।
এ ব্যাপারে মুঠোফোন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে দুঃখজনক ঘটনা বলে জানিয়েছেন।