শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

উলিপুরে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম,প্রতিনিধি:

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে হাবিবা কাশেম ফাউন্ডেশনের উদ্যো‌গে নদী ভাঙন ও  ব‌ন‌্যা কবলিত মান‌ু‌ষের মা‌ঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত উপ‌জেলার সীমান্তবর্তী ইউনিয়‌ন সাহেবের আলগা আলগা চর ঘুঘু মারীতে শতা‌ধিক প‌রিবা‌রের মা‌ঝে শুক‌নো খাবার ও ওষুধ বিতরণ করেন হাবিবা কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, অধ্যক্ষ মো. ছাইফুর রহমান।

ফেসবুক লিংক https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL

খাদ‌্য সামগ্রীর ম‌ধ্যে ছিল, চিড়া, মু‌ড়ি, গুড়, বিস্কুট, চকলেট, পাা‌নি বিশুদ্ধকরণ ট‌্যাব‌লেট, প‌্যারা‌সিটামল, মেট্ট‌োনিডাজোল, টি‌সি, ক‌ট্রিম ও খাওয়ার স‌্যালাইন।   এ সময় উপ‌স্থিত ছি‌লেন, স্থানীয় ইউপি সদস্য আবু সায়েম, ফাউন্ডেশনের কার্য নির্বাহী সদস্য মাঈদুল ইসলাম আকন্দ, হুমায়ুন কবীর, আনোয়ারুল ইসলাম, শাজাহান আলী, ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউটিউবের লিংক https://www.youtube.com/@ebnews24

সা‌হের আলগা ইউনিয়‌নের সাত নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য আবু সায়েম ব‌লেন, প্রায় ১৫ দিন ধ‌রে এ এলাকার মানুষ পা‌নিব‌ন্দি। পা‌নিব‌ন্দি এসব মানুষের সীমাহীন দু‌র্ভোগ। বর্তমা‌নে পা‌নি কিছুট‌া কম‌লেও মানু‌ষের দু‌র্ভোগ ক‌মে‌নি। হাবিবা কাশেম ফাউন্ডেশনের শুক‌নো খাবার ও ওষুধ পে‌য়ে এসব মানুষ উপকৃত হ‌য়ে‌ছে।

হাবিবা কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যক্ষ মো. ছাইফুর রহমান বলেন, “মানব সেবাই পরম ধর্ম” আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সবসময় অসহায় মানু‌ষের পা‌শে দাঁড়ানোর চেষ্টা করছি। এরই ধারাবা‌হিকতায় আজ‌কেরএইপ্রোগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category