মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা,খুলনা:
খুলনার পাইকগাছায় মোটরসাইকেল চোর সেন্টিকেটের এক যুবককে চোরাই মটর সাইকেলের ইজ্ঞিনসহ জনতা আটক করে পুলিশে দিয়েছে। সুমন মোড়ল নামে অপর সহযোগী নিজ ব্যবহ্নত মটর সাইকেল ফেলে পালিয়েছে। পাইকগাছা থানায় এঘটনায় মামলা হয়েছে।
মামলার বিবারণ ও পুলিশ জানায় ,মঙ্গলবার রাত অনুমানিিক ১টার দিকে আলমগীর মোড়ল (২৭) নামে এক যুবক মোটর সাইকেলের ইজ্ঞিন ও কিছু যন্ত্রাংশসহ জনাতাট হাতে আটক হয়েছে। সে নাছিরপুর গ্রামের কবির মোড়লের ছেলে। অপর সহযোগী সুমন (৩৫) নিজ ব্যবহ্নত মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। সে কাসিমনগর গ্রামের তোফাজ্জেল মোড়লের ছেলে ও কপিলমুনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুর ছোট ভাই। ঘটনার দিন গভীর রাত ১টার দিকে আলমগীর সাদা বস্তায় করে মটর সাইকেলের যন্ত্রাংশ নিয়ে হাটতে থাকে। কাশিমনগর বটতলা নামক স্থানে পৌছালে দায়িত্বরত নৈশ প্রহরি তাকে থামিয়ে বস্তায় কি এটা জানতে চান। সে কোন জবাব না দিয়ে হাঁটতে থাকে। এসময় তাকে থামিয়ে বস্তা খুলে চোরাই মটর সাইকেলের ইজ্ঞিনও যন্ত্রাংশ দেখে তাকে আটক করে। পিছনে থাকা অপর সহযোগী সুমন তার সিডি হোন্ডা মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে আলমগীরকে পুলিশে সোপর্দ করে। ধৃত চোর আলমগীর জানায়, সবকিছু সুমন মোড়লের। আমি শুধু বহন করছি। থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, আসামি আলমগীরকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে সুমনের মোড়লের ভাই এম আজাদের বাড়ি থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।