শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কবরস্থান দখল করে বাড়ি নির্মাণ অভিযোগ উঠেছে 

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে কবরস্থান দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ময়মনসিংহ নগরীর ফুলবাড়ীয়া রোডের ফিরোজ লাইব্রেরী মোড়ে। জানা যায়, ঐ এলাকার স্থানীয় রাহাতুন্নেসা নামে এক মহিলার দাফন সম্পন্ন করা হয়। যার এস এ দাগ নং- ৩২১৭, উক্ত দাগের .৫০ শতাংশ জায়গার উপর পাকাকরণ করা হয়।

এ বিষয়ে গোলাম আম্বিয়া হারুন বলেন আমার দাদী রাহাতুন্নেসা দীর্ঘ ৬৫ বছর পূর্বে মৃত্যুকরণ করেছেন। পরবর্তীতে আমার দাদীর কবর বিদ্যমান আছে এবং কবরের পাশে একটি আম গাছও বিদ্যমান রয়েছে।

উক্ত জায়গাটিতে আমরা দীর্ঘ ৬৫ বছর যাবত দাদীর কবর হিসাবেই জিয়ারত করে আসছি। উল্লেখ্য যে, উক্ত কবরটির পাশে ৪ শতক ভূমির উপর মেজর ভিলা নামে মো: আব্দুল আজিজের একটি বাড়ী রয়েছে। বিভিন্ন সময়ে কবরের জায়গাটি আব্দুল আজিজ দখল করতে করতে এখন পুরো কবরটিই দখল করে বাড়ি নির্মান কাজ শুরু করেছে।

এ নিয়ে দীর্ঘ ১৬ বছর যাবৎ আব্দুল আজিজকে আসামী করে আমি কোর্টে মামলা করেছি যা বর্তমানে চলমান অবস্থায় আছে। আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ মেজর থাকায় তার পেশীশক্তির জোড়ে জোরপূর্বক আমার দাদীর কবরটি দখল করে নিয়েছে এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে তুলে নিয়ে হত্যা করার হুমকি প্রদান করে আসছে।

আমার নিকটে হুমকি প্রদানের রেকর্ড রয়েছে। তাই আমার দাদীর কবরটি উদ্ধার করার আবেদন জানান হারুন অর রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category