কয়রা (খুলনা)প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ড, চাঁদনি চক, রাস্তার অবস্থা খুব করুন, বৃষ্টির মৌসুমে রাস্তা দিয়ে চলতে পারেনা ভ্যান গাড়ি বাইসাইকেল। এমনকি শিশুরাও স্কুল আসতে পারেনা। বৃষ্টির সময় রাস্তাটিতে হাঁটু জল থাকে। বাজার ঘাট ও চিকিৎসা সেবানিতে এলাকার মানুষের পড়তে হয় চরম দুর্ভোগে।।
স্থানীয়রা জানান একটু বর্ষা হলে এ রাস্তা দিয়ে হাটা চলা যায় না।
সরকারের কাছে আবেদন এই রাস্তাটি যেন তাড়াতাড়ি চলাচলের উপযোগী করে দেয়া হয়, এমন কথা জানান স্থানীয় বাসিন্দারা