রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম,প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা
জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন- উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় “জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচীর” আওতায় বিভিন্ন সেবা কার্যক্রম তুলে ধরা হয়। সাইট সেভার্স এর আর্থিক সহযোগিতায় পরিচালিত চক্ষু সেবা কর্মসূচীর সুবিধাভোগী নিয়ে বাস্তবায়িত বাৎসরিক প্রতিবেদন তুলে ধরেন মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, সাইট সেভার্স এর জেলা সমন্বয়কারী মাসুদ রানা, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের কর্মকর্তা হাসিমুল হাসান। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ কুড়িগ্রাম জেলার হতদরিদ্র মানুষের চক্ষু সেবা প্রদানে ব্যাপক ভূমিকা রাখায় সাইট সেভার্স এর সহযোগিতায় বাস্তবায়িত জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। পরে জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভায় আগামী দিনের কর্মসূচী প্রণয়ন করা হয়। বাল্য বিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধনের গুরুত্বারোপ, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান, স্যানিটেশন ব্যবস্থা জোরদার করণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে এনজিওদের সার্বিক সহযোগিতা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রিসডা বাংলাদেশ, সলিডারিটি, এসকেএস, গণ উন্নয়ন কেন্দ্র, ইএসডিও, ব্র্যাক, গ্রাম বিকাশ কেন্দ্র, সাজেদা ফাউন্ডেশন, টিএমএসএস, আরডিআরএস বাংলাদেশ, আশা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, উদ্দীপন, ব্যুরো বাংলাদেশ, এইড কুমিল্লা, মুসলিম এইড বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, এনডিপি সহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ।