আতাউর রহমান, রাজিবপুর(কুড়িগ্রাম) কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার বিদ্যুতের সুষম বণ্টনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার বেলা ১১টার দিকে রাজিব পুরের সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
তাদের সাথে সহমত পোষণ করেন রাজিবপুর উপজেলার সকল ফোরামের ব্যক্তি বর্গ ও সাধারণ গ্রাহকরা।
রাজিব পুর বাজারের সুপার মার্কেট এর সামনে আধঘন্টা ব্যাপী মানব প্রাচীর করে রাখেন জনতা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাষ্টার আমিনুর রহমান,আল আমিন, আব্দুর রহিম, রোমাঞ্চ ও মোখলেছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন পল্লী বিদ্যুৎ সমিতির ভেল্কি বাজিতে দিশেহারা গ্রাহকরা।
দিনেরাতে গড়ে ৩/৫ঘন্টা বিদ্যুৎ থাকে। ২০থেকে ৩০মিনিট বিদ্যুৎ থাকার পর চলে যায়।আসে ২/৩ঘন্টা পরে।
ভাদ্রের প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে গ্রাহকদের।
অথচ মাস শেষে পরিশোধ করতে হয় অবাঞ্চিত বিদ্যুৎ বিল।
এভাবে আর চলতে দেয়া যায় না। আগামী দিনগুলোতে বিদ্যুৎ সমিতি এহেন অবস্থার পরিবর্তন না করে, তাহলে দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে রাজিব পুর বাসী।
এ ব্যাপারে রাজিবপুর পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে কাউকে মোবাইল ফোনে পাওয়া যায় নি।