রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযুক্ত দু’জনের প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থপ্রতিম শীল এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রিফাতুল ইসলাম।
অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে চারজনকে চিহ্নিত করা হয়। অভিযুক্তরা হলেন,আশিক (২২) ডি.এম.এফ ইন্টার্নি ম্যাটস এর ছাত্র ঔষধ কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে কাজ করার সময় তার বিরুদ্ধে ঔষধ লেখার অভিযোগ ওঠে,
নাঈম হাসান (২২): পি.ডি.টি ট্রেনিং-এর সময় ডাঃ শুপতা রায়ের স্বাক্ষর জাল করার প্রমাণ পাওয়া যায়।উপরোক্ত দুই ব্যক্তিকে মোবাইল কোর্টে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া আরও দুইজনকে অনিয়মের কারণে অভিযুক্ত করা হয়। বাপ্পি (৪০): তার বিরুদ্ধে রোগীদের সিরিয়াল ভঙ্গ করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে তাকে তাঁর স্ত্রী পলি, যিনি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, এর মাধ্যমে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়,হাবিব (৩০): রোগীদের কাছ থেকে ৩৮০ টাকা গ্রহণ করার অভিযোগে অভিযুক্ত হন। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলামের অনুরোধে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ মোবাইল কোর্টের মাধ্যমে হাসপাতালের পরিবেশ নিয়ন্ত্রণে ও জনসাধারণের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন অভিযান আরও পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।