শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া (খুলনা)প্রতিনিধি: প্রধানমন্ত্রী প্রশ্ন , ”মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?”
সেই বক্তব্যের জের ধরে মধ্যরাতে বিক্ষোভ করতে শুরু করে খুলনা বিশ্ববিদ্যালয়,
কোটা সংস্কার আন্দোলনে এবার মধ্যরাতে হল ছেড়ে রাজপথে নেমে এসেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।
ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL
গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে মধ্যরাতে ছাত্র বিক্ষোভ, ‘রাজাকার’ নিয়ে শ্লোগান‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’ এমন সব স্লোগান দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল, খান বাহাদুর আহছানউল্লা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন। কোটা আন্দোলনকারীদের উদ্দেশে অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে তাঁরা এই বিক্ষোভ করেন।
ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, দেশের অধিকাংশ মানুষ বীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোনো কোটা চায় না। দেশের মানুষ চায় মেধার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ হোক।
সকালের দিকে আন্দোলনকারী শিক্ষার্থী নাহিদ বলেন,আন্দোলনের স্লোগান পরিবর্তন হয়েছে , এখনকার স্লোগান হলো চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি নই আমি নই, রাজাকার রাজাকার। প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রত্যাহার করতে হবে। লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না। সংসদে আইন কর, বৈষম্য দূর কর।