শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া(খুলনা)প্রতিনিধি: খুলনা মহানগরীর দৌলতপুর মেট্রো থানার পাবলা কবির বটতলা এলাকায় দুর্বৃত্তের ছুড়া গুলিতে নাসিম (৩৭) নামক সাবেক ছাত্র দল নেতা গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেলে পরে ঢাকায় স্থানান্তরিত করা হয়। সে পাবলা কেশবলাল রোড এলাকার ইসলামের পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ আগষ্ট) রাত ৮.৩০ মি: দিকে কবির বটতলা এলাকায় দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কে বা কারা এসে তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। দুর্বৃত্তের ছুড়া গুলি তার শরীরে বিদ্ধ হলে সে তৎক্ষনাৎ মাটিতে লুটে পড়লে আগন্তুক দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তার অবস্থা আশঙ্কাজনক।
দৌলতপুর পাবলা রনি ভিলার ইসলাম মোল্লার ছেলে নাছিম মোল্লা। তিনি সাবেক ছাত্র দল নেতা ও জিয়া স্মৃতি পাঠাগারের সাবেক সভাপতি ছিলেন।
দৈলতপুর থানার ওসি শহিদুল ইসলাম (তদন্ত) তিনি বিষয়টি সত্যতা স্বীকার করে জানান নাছিম মোল্যা তার ব্যাবসা প্রতিষ্টানের সামনে গুলিবিদ্ধ হয়।
গুরুতর আহত নাসিমের পিতা ইসলাম মোল্লা যানায়, গুরুতর অবস্থায় নাসিমকে ঢাকা রিসার্স ইউনাইটেড শ্যামলী নামক একটা হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্তা এখন পর্যন্ত অপরিবর্তিত ও আশংকা জনক।
আহত নাসিম বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল। সন্ত্রাসীরা যেই হোক তাদের চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন আইন প্রয়োগকারী সকল সংস্থার কাছে আহত নাসিমের পরিবারসহ এলাকার বিজ্ঞমহল ও শান্তিপ্রিয় মানুষ।