আব্দুল মজিদ শেখ, দৈনিক ইবি নিউজ২৪: মো:শেখ আলী আকবর (৫০) এর উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা ও বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে।
তাকে আশপাশের লোকজন উদ্ধারপূর্বক খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তার মুখ ও নাক-চোখে কাটা-ফাটা, কয়েকটি দাঁত পড়ে গেছে এমনকি মুখের চোয়ালও বেকিয়ে গেছে।
ঘটনাটি গত ১ জানুয়ারি দুপুর ২টার দিকে খুলনার রেলিগেট-নগর ঘাট এলাকায় ঘটায়। জখম প্রাপ্তির- বাড়ি বাগেরহাট-ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের মৃত শেখ সুলাইমানের ছেলে মো. শেখ আলী আকবর।
ঘটনার ব্যাপারে (জখম প্রাপ্তি) মো. শেখ আলী আকবর জানায়- খুলনা জেলার বিভিন্ন নৌঘাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এহেন সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।