দিঘলিয়া,খুলনা প্রতিনিধি: খুলনায় জামায়ের চক্রান্ত্রে ছেলেকে বাড়ি থেকে বের করে মেয়ের নামে সকল সম্পত্তি লিখে দিল মা । খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের এস এম শাহাজাহান ও তার স্ত্রী জামায়ের চক্রান্ত্রে নিজের ছেলেকে সকল সম্পত্তি থেকে বঞ্চিত করে। ভুক্তভোগী জানায় তার জামায়ের নাম বশির কাজী বাড়ি বয়রা জায়লে পাড়া বাজার,সে তার শাশুড়ীকে দীর্ঘ দিন ধরে সকল সম্পত্তি লিখে নেবার জন্য ঘৃণ্য চক্রান্ত করে আসছে।
বশির কাজী তার শাশুড়ী মর্জিনা বেগমকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এক মাত্র ছেলেকে মায়ের কাছে শত্রু বানাতে সক্ষম হয়। শাশুড়ীর সম্পত্তি লিখে নেবার জন্য প্রথমে তার একমাত্র ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে ১ (এক) মাসের মধ্যে তার শাশুড়ী মর্জিনা বেগমের সকল সম্পত্তি বশির কাজির স্ত্রী ও শালির নামে লিখে নেয়।
যা দৌলতপুর পাবলা জে.এল.এল নং-০০৮ মৌজের, বি আর এস খতিয়ান নং- ৮১৮, দাগ নং-২৫৬৯ এবং দলিল নং ১০৯/২৩. এ বিষয়ে এলাকা বাসি জানায় এস এম শাহাজাহান ও তার স্ত্রী একমাত্র ছেলে মো.নোবেল এর প্রতি অনেক দিন থেকে অবিচার করে আসছে, শুধু সব সম্পত্তি মেয়েকে লিখে দিয়ে ক্ষান্ত হয় নি।
ছোট মেয়ের চাকরি জন্য ৫-৭ লখ টাকা মধ্যেডাঙ্গা বাদল ইঞ্জিনিয়ারের ভাইকে দেওয়া সহ ও বেশ কয়েক জায়গায় টাকা দিয়ে খোয়া জায় কিন্তু ছেলের চাকরি জন্য কোনদিন চেষ্টাই করে নি। জামায়কে গরু,গাছ,টাকা সহ নিজের ১০-১২ ভরি স্বর্ণ দুই মেয়েকে দেওয়া সহ সকল ক্ষত্রে নিজের এক মাত্র ছেলেকে বঞ্চিত ও জুলুম করে আসছে।