শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনার ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী পিঠা মেলা

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

জাহাঙ্গীর আলম(মুকুল)ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি:“বাংলাদেশকে বদলাই বিশ্বকে বদলাই এই প্রতিপাদ্যেকে সামনে রেখে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ও তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে, ডুমুরিয়ার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, প্রশিক্ষণ কেন্দ্রেরে তত্বাবধানে, আয়োজন করা হয়েছে দিনব্যাপী পিঠা মেলা।

পঞ্চাশধিক স্টল নিয়ে বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছে নারী উদ্যোক্তারা। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গনে ভিড় জমান বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারী সকালে উপজেলার মধুগ্রাম ডাক বাংলা বাজরস্থ চৌধুরী কমপ্লেক্সে এই মেলার উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা বিএনপির আহবায়ক শেখ সরোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার খুলনা জেলা নির্বাহী অফিসার নুরমোহাম্মাদ।
সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ,তৃনমুল প্রকল্প সদস্য জিএম সহদিুল ইসলাম, প্রকল্প কর্মকর্ত মাসুদুজ্জামান. প্রশিক্ষক আশকিুর রহমান সুজন,সরকার িশাহপুর মধুগ্রাম কলেজ ব্লাড ব্যাংকের সভাপতি মুন্না মহলদারসহ নানা শ্রেনি পেশার মানুষ।

নারী উদ্যোক্তারা জানায়, প্রতিবছরই পিঠা মেলা হয়ে থাকে। এবারও তার ধারাবাহিকতায় হচ্ছে। তবে এবার একটু ব্যাতিক্রম। এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুন্যের যে উৎসব চলছে। সেখানে এই পিঠা মেলার উৎসবের কমতি নেই। বিশেষ করে এবার স্টলে স্থান পেয়েছে জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল,মাংস ও তালের পিঠাসহ প্রায় ৫০ প্রকার পিঠার সমারোহ।
অনেক খুশি লাগছে। সবাই মিলে উপভোগ করছি। এটি যেন সব সময় থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category