জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় একটানা ভারী বর্ষণে অতিষ্ঠ জনজিবন গত শুক্রবার বিকাল ৫টার দিকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি,রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটানা ভারী বর্ষণ শুরু হয়ে সেটা একনাগাড়ে গতকাল শনিবার সন্ধা পর্যন্তও এ বৃষ্টি অব্যাহত আছে।
একটানা এই ভারী বর্ষণে দুর্ভোগে পড়েছেন ডুমুরিয়া উপজেলার চুকনগর উপ- শহরের নিম্নবিত্ত ও খেটে খাওয়া সাধারণ মানুষজন। সীমাহীন কষ্ট উপেক্ষা করে জিবন জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন এসমস্ত মানুষ।
একইসঙ্গে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুরপাল্লার যানবাহনসহ সাধারণ যাত্রীদের।সকাল থেকে চুকনগর উপ-শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছে অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার। অধিকাংশ খেটে খাওয়া স্থানীয়রা বলছেন এভাবে একটানা ভারী বর্ষণের ফলে আমাদের নিত্য আয় ইনকাম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, এভাবে দির্ঘমেয়াদী বৃষ্টি হলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে।
খুলনা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মোঃ আমিরুল আজাদ, মুঠোফোনে আমাদের প্রতিনিধিকে জানান বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাত হচ্ছে।আজ সকালে বঙ্গোপসাগরের নিম্নচাপটি যশোর সাতক্ষীরা হয়ে উত্তর পুর্বদিকে অগ্রসর হয়ে, বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়বে।
সে কারণে আগামী রবিবার থেকে খুলনা অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে।তিনি আরও বলেন গত
শুক্রবার থেকে শনিবার সন্ধা পর্যন্ত সর্ব্বোচ্চ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে স্থানীয় সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত এবং নৌবন্দর গুলোতে ২নং হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।