জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণ আইনে
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাণিজ্যিক নগরী চুকনগর বাজারের চারটি দোকানে গ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে আনুমানিক ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল যার বাজার মুল্য প্রায় তিন লক্ষ টাকা ও প্রায় ১’শ ২০ কেজি যার আনুমানিক মুল্য প্রায় চব্বিশ হাজার টাকার অবৈধ পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ এসব জাল ও পলিথিন আটক করে উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আরাফাত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকিসহ ডুমুরিয়া থানা পুলিশের সদস্যরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকি জানান দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।