মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছা পৌরসভা উপজেলার গদাইপুর ইউনিয়ন থেকে পানি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর মোড় নামক স্থানে উপজেলা নার্সারি সমিতি, ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটি ও ইউনিয়ন বাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের কিছু পাতি নেতা/কর্মী ও দালালদের যোগসাজসে পেশী শক্তির বলে পৌরসভা হতে গদাইপুর শক্তিশালী পানির প্লান্ট স্থাপন পর্যন্ত মেইন সড়কের মাটির নিচ দিয়ে ৭ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করে।
এ সময় তাদের ষড়যন্ত্র বন্ধে ও তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, আন্দোলন সংগ্রাম করেও কোনো লাভ হয়নি। অথচ তারা আওয়ামী ও প্রশাসনের ক্ষমতা বলে স্থাপনা কাজ অব্যহত রাখে।
এছাড়াও প্রতিবাদ কারীদের বিরুদ্ধে তারা বিগত সময়ে বিভিন্ন হয়রানিমুলক মামলা দিয়ে প্রতিবাদ বন্ধ করার চক্রান্তে লিপ্ত থাকে। তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে আবারও ইউনিয়নবাসী সোচ্চার হয়ে মানববন্ধনসহ পুর্বের ন্যায় সকল প্রকার প্রতিবাদ সংগ্রাম অব্যহত থাকবে বলে জানান। এ সময় বক্তারা আরো বলেন, রক্ত দিবো, জীবন দিবো, তবুও ইউনিয়ন থেকে পৌরসভায় পানি দিবো না।
মানববন্ধনে গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা এসএম আমিনুল ইসলাম, গদাইপুর ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি এস এম আমিনুল ইসলাম কাজল, মুফতি মাওলানা কুদরত উল্লাহ কাসেমী, ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, মোঃ শহিদুল ইসলাম, জাহানারা বেগম, খুকু মনি। ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃকামাল সরদার, সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, কাজী আবুল বাশার খোকা, রওশন সরদার, কাজী সিফাত উল্লাহ, আল-আমিন মোড়ল, কাজী ইস্তেফা, শামিম হোসেন, কাজী শুভ , রজব আলী গাজী, শামসুর রহমানসহ ইউনিয়নের সকল স্তরের শতশত মানুষ।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2025 EB NEWS. All rights reserved.