মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ: আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”। এ শ্লোগান সঙ্গে নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আয়োজনে করে রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস। গত ৮ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
কন্যা শিশু দিবসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আহসান হাবীব প্রামানিক, রূপসা থানা (ওসি তদন্ত) মো. আব্দুস সবুর খান, ইসলামী রিলিফ বাংলাদেশ জেলা সিনিয়র প্রজেক্ট অফিসার মো. জাকারিয়া, রূপসা ব্র্যাক এরিয়া ম্যানেজার অসিম কুমার দাস।
নৈহাটী কিশোর-কিশোরী ক্লাবের আবৃতি শিক্ষিকা সায়মা ফেরদৌসি সহ বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন। আলোচনা সভায় কিশোর-কিশোরী ক্লাবের একক সঙ্গিত, কবিতা আবৃতি, দলীয় সঙ্গিত বিজয়ীদের পুরস্কার বিতরণের পাশাপাশি “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” এই শ্লোগান নিয়ে ব্র্যাকের স্বপ্ন সারথি কিশোরী ২৯ জনকে প্রত্যয়ন পত্র, নগদ অর্থ ও মগ দেওয়া হয়েছে।