মোঃ মাসুম সরদার: খুলনা:রূপসায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিদের ক্ষতিগ্রস্ত ক্লাব পরিদর্শন ও নিন্দা প্রকাশ। গত ৫ আগষ্ট ছাত্র আন্দলনের প্রেক্ষিতে দেশের পটভুমি পরিবর্তনের সুযোগে কিছু অসাধু ব্যাক্তি উপজেলা প্রেসক্লাবের কক্ষ ভাংচুর ও লুটপাট করে। ১৬ আগষ্ট বিকালে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ক্লাবে জরুরি মিটিং এর আয়োজন করে ক্লাবে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ক্লাব পরিদর্শন করে। ক্লাবের ভেতরে সকল আসবাবপত্র ভাংচুর ও লুট হওয়ার কারনে মিটিং এর উপযোগী না হওয়ায় ক্লাবের সামনে দাড়িয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ফেসবুক লিংক https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL
আলোচনায় নেতৃবৃন্দ বলেন সাংবাদিক জাতির বিবেক তাদের কোন দল নেই। কোথাও কোন ঘটনা ঘটলে এটা সকলের মাঝে উপস্থাপন করাই সাংবাদিকদের কাজ। সাংবাদিক কখনো কারো পক্ষ বা বিপক্ষে লেখে না। সুধু মাত্র সত্য ঘটনাটাই উপস্থাপন করে। কিছু অসৎ চরিত্রের মানুষের প্রতিহিংসার কারনে ক্লাবটি ভাঙ্গা ও লুটপাট হয়েছে। আমরা এর জন্য নিন্দা প্রকাশ করছি। কোন দলের লোক এই ঘটনা ঘটাতে পারে না। যারা নির্বোধ এবং সমাজে ও দেশের শত্রু ও সন্ত্রাসী তারাই এই ঘটনা ঘটিয়েছে।
ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24
ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম আসাদুজ্জামানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফম আইয়ুব আলীর পরিচালনায় বক্তৃতা করেন সহ সভাপতি এম মুরশীদ আলী, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, মোঃ নাজিম সরদার, মারুফ হুসাইন, মাসুম সরদার প্রমূখ।