মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ২৪ খুলনা: আজ ৫ই জানুয়ারী রবিবার ভোর ৭টায় খুলনা শিববাড়ির মোড়ে আগুন ধরেছে। পুলিশ জানায় হঠাৎ আগুন লেগে গেছে নেটওয়ার্ক কেবল তারে, তাৎক্ষণিক পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা ইউসুফ, জানান সর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে, আগুন নিভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সাধারণ মানুষ অংশ নেয়। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, কোন আহত বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আশপাশের সাধারণ মানুষ বলছে, ফায়র সার্ভিস দেরি হয়ে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। খুলনা শহরের বিভিন্ন খাম্বায় তারের যে প্রচলিত ব্যবহার এই ব্যবহার নিয়ন্ত্রণ না করলে সামনে আরো দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা। তবে শুধু তারই পুড়ে গিয়েছে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।