মোঃ ফরহাদ হোসেন,দৈনিক ইবি নিউজ: খুলনা মহানগর বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, খুলনা মহানগরের ২৮ নং ওয়ার্ড মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এ্যাড. জাহানারা পারভীন, আহ্বায়ক, খুলনা সদর থানা মহিলা দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা নার্গিস আলী, আহ্বায়ক, খুলনা মহানগর মহিলা দল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাসুদ পারভেজ বাবু, সংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপি এবং এড. হালিমা আক্তার খানম, যুগ্ম আহ্বায়ক, খুলনা মহানগর মহিলা দল।
প্রধান অতিথি সৈয়দা নার্গিস আলী তাঁর বক্তব্যে বলেন,”গত ১৬ বছরে আমরা দেখেছি, আমাদের নেতাকর্মীরা সশস্ত্র নির্যাতনের শিকার হয়েছেন। নেতাকর্মীরা নিরাপদে ঘুমাতে পারেননি, তাদের পরিবার আতঙ্কগ্রস্ত ছিল। একটি রাজনৈতিক দল যারা মানুষকে ‘জান্নাতের টিকিট’ বিক্রি করে এবং জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান দেয় — আমরা একত্রিত হয়ে এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে হবে। আমাদের একতাবদ্ধতা এবং সাহসই আমাদের পথ প্রদর্শক হবে।”
বিশেষ অতিথি মাসুদ পারভেজ বাবু তাঁর বক্তব্যে বলেন, “নেতাকর্মীদের উপর সৃষ্ট সকল অবিচারের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যেন স্বাধীনতা, ন্যায় ও গণতন্ত্র রক্ষায় সক্রিয়ভাবে কাজ করতে পারি। আমাদের লক্ষ্য হবে জনগণের কল্যাণ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দলীয় ঐক্য শক্তিশালী করা।”
সভাপতি এ্যাড. জাহানারা পারভীন তাঁর বক্তব্যে বলেন, “মহিলা নেতৃবৃন্দের শক্তি দেশের গণতন্ত্রকে সুসংহত করবে। আমরা যেন রাজনৈতিকভাবে আরও সচেতন এবং সংহত হতে পারি, সে লক্ষ্যেই এই সম্মেলন আয়োজন করেছি। আমাদের পথ হবে জনমত ও একতা দ্বারা দৃঢ়।”
সম্মেলনে অন্যান্য অতিথি ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ২৮ নং ওয়ার্ডের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে সমাপনী বক্তব্যে সম্মেলনের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।
সম্মেলনে ২৮ নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচিত সভাপতি : আনিকা সুলতানা নিপা, সহ-সভাপতি: শিরিন আফরোজা খানম, সহ-সভাপতি: জাকিয়া রহমান, সাধারণ সম্পাদক: শারমিন সুলতানা রাখি
সম্মেলনের মাধ্যমে নবাগত নেতৃবৃন্দ একমাত্র বার্তা দেন— নেতাকর্মীদের ঐক্য ও রাজনৈতিক সচেতনতা একমাত্র পথ, যা দেশের গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তি স্থাপন করবে।