নাজিম সরদার: রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা এক প্রজ্ঞাপনে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেয়ার বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার, ১৯৭২ এর ভিআইএ অনুচ্ছেদ এর বিধান অনুযায়ী ঢাকার পুরানা পল্টনের বিজয়নগর এলাকার আল রাজী কমপ্লেক্সে (৩য় তলা) অবস্থিত ‘গণঅধিকার পরিষদকে (জিওপি)’ পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। সেই সঙ্গে দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে যার নিবন্ধন নম্বর-০৫১।