সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩ দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে অংশ গ্রহণকারি প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার ২ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোলাম নবী রিপনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন)
ডাঃ ছাব্বির আহমদ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিএমডিসি, সাবেক আরএমও ডাঃ আব্দুল্লাহ আল আমিন মাছুম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ সেবক আবুল লেইছ কাহার, সাদিকুর রহমান, সামছুর রহমান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল। এসময় সিনিয়র শিক্ষক দেবাশীষ কুমার সরকার, আব্দুল হালীম, শামীমা সুলতানা, হাফিজুননেছা, রুসনা বেগম, মিনারা বেগম, নুর ইসলাম, মিন্টুলাল চৌধুরী, রফিকুল ইসলাম, জয়নাল আবেদিন, আফরোজ আলী, শিক্ষক আমিনুল হক, সুলাইমান, বিদ্যুৎ কুমার,আবু খালেদ, আব্দুল ওয়াহিদ, ফজলুর রহমান, সাঈদ আনোয়ার, জামাল হোসেন, জয়চরন কর, মামুন মিয়া, জ্যোতির্ময় তালুকদার, শামীম আহমদ, মিল্লাত হোসেন, রনি দে, জসিম উদ্দিন, উজ্জল দত্ত সহ বিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।##