শিরোনাম:
কলকাতা পৌরসভার উদ্যান বিভাগ আয়োজিত কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত মিরপুরে ডেভিড হান্ট অপারেশনে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার বাংলা সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, গীতিকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের জীবন অবসান রূপসায় উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমানের মাতার দাফন সম্পন্ন সিলেটে কর্নেল ওসমানী জন্মশতবর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা হলেন মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য নাসিরনগরের হরিপুরে এম এ হান্নানের সমর্থনে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত বগুড়ায় বিপুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ জুম্মান কসাই গ্রেফতার ছাতকে আওয়ামীলীগ নেতা ইয়াহিয়া মেম্বার গ্রেফতার
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

চিত্রশিল্পী ও গবেষক এবং লেখক ড: খোকন রাউতের ৫ম তম একক প্রদর্শনী শুভ সূচনা হলো।

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা , পশ্চিমবঙ্গ
আজ ২৮শে জানুয়ারী মঙ্গলবার, লেক ভিউ রোডের সংযোগস্থলে, ঠিক বিকাল সাড়ে পাঁচটায়, আলতামিরা আর্ট গ্যালারীতে, চিত্রশিল্পী ,গবেষক এবং লেখক ড: খোকন রাউতের একক প্রদর্শনী, … জীবনের রহস্য দ্বারা আঁকা ২৪ টি ছবি প্রদর্শিত হলো এবং শুভ সূচনা হলো। তাহার সাথে সাথে অতিথিদের হাত ধরে একটি পোস্টারেরও সূচনা করলেন। এই প্রদর্শনীর উদ্যোক্তা আলতামিরা আর্ট গ্যালারীর কর্ণধার ও চিত্রকর শ্রীমতী রঞ্জনা চ্যাটার্জী মহাশয়া,

আজ এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন, বিখ্যাত চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সন্দীপ চক্রবর্তী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভিজ্যুয়াল আর্ট বিভাগ, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমতী রঞ্জনা চ্যাটার্জী , চিত্রকর এবং আলতামিরা আর্ট গ্যালারীর কর্ণধার, উপস্থিত ছিলেন পরাগ রায়, অধ্যাপক, গ্রাফিক্স বিভাগ, দৃশ্যকণা অনুবাদ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন আশীষ ভট্টাচারিয়া আর্কিটেক্ট আর্টিস্ট এবং রাইটার এন্ড আর্ট ক্রিয়েটিভ বিভাগ। এছাড়া উপস্থিত ছিলেন বহু স্বনামধন্য চিত্রশিল্পী, ছাত্র-ছাত্রীরা।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রদর্শনীর শুভ সূচনা হয়, এবং প্রত্যেক অতিথিকে একে একে উত্তরীও ব্যাচ পড়িয়ে হাতে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বহুগুণী শিল্পীদের উপস্থিতিতে আজকের এই প্রদর্শনী শুভ সূচনা, এই প্রদর্শনী চলবে ৩১শে জানুয়ারী পর্যন্ত, প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত, সকল দর্শক ও শিল্পীদের জন্য দেখার সুযোগ থাকছে। এই প্রদর্শনীতে ডঃ খোকন রাউতে অনবদ্য ২৪টি ছবি তুলে ধরা হয়েছে। তিনি শুধু চিত্রশিল্পী ও গবেষক নয় , তাহার একটি বই ও প্রকাশিত হয়েছে, ১২ই আগস্ট ২০২৩, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট কালচার এর প্রেমানন্দ হলে, বইটির নাম আর্লি বেঙ্গল অয়েল পেইন্টিং।

তাহার বই আর্লি বেঙ্গল অয়েল পেইন্টিং ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়াম লন্ডনে রাখা রয়েছে, এছাড়াও বিভিন্ন লাইব্রেরী ও জাদুঘরেও রয়েছে, বইটির জন্য ২৬ শে এপ্রিল ২০২৪ এ আই এম আর এফ ন্যাশনাল রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পান।
তাহার ছবি বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে এবং বিভিন্ন গ্যালারীতে প্রদর্শীত হয়েছে। তবে তার ছবি বড় বড় স্বনামধন্য শিল্পীদেরও মুগ্ধ করেছে, যিনি কোন কিছু দেখে ছবি তৈরি করেন না, ভাবনার মধ্য দিয়ে গড়ে তোলেন এই সকল ছবি,

সকল অতিথিরা বলেন, আমরাও বহু ছবি তৈরি করেছি, খোকন রাউতের যে ছবিগুলি প্রদর্শিত হয়েছে, আগেও আমরা দেখেছি কারো সাথেই মিল থাকেনা, যে ভাবনাকে কাজে লাগিয়ে ছবি তৈরি করেন, যাহা প্রদর্শীত ২৪ টি ছবির মধ্যে কাহারো সাথে কারো মিল পাওয়া যায় না। এবং ছবিগুলি নিখুত ভাবে তৈরী, যিনি শিক্ষকতার সাথেসাথে এতকিছুকে নিয়ে এগিয়ে চলেছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি, আমি দিনে আরো ছবি উপহার আমাদের দেবে।

সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে চিত্রশিল্পী ও গবেষক ডঃ খোকন রাউত বলেন, আমি কৃতজ্ঞ সকলে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কৃতজ্ঞতা জানাই সংবাদ মাধ্যমকে যাহারা আমার ছবিগুলি তুলে ধরতে চেয়েছেন, কৃতজ্ঞতা জানাই আলতামিরা আর্ট গ্যালারীর কর্ণধারকে, যিনি আমাকে এরকম একটা গ্যালারীতে প্রদর্শনী করার সুযোগ করে দিয়েছেন, কৃতজ্ঞতা জানাই আমার সকল ছাত্র-ছাত্রীদের , যাহারা আমার পাশে থেকে সমস্ত কিছু সহযোগিতা করেছেন। কৃতজ্ঞতা জানাই সকল অতিথিদের, যাহারা আমার ডাকে সাড়া দিয়ে আজ অনুষ্ঠানকে আলোকিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category