রুহুল আমিন রুকু ,কুড়িগ্রাম,প্রতিনিধি: শনিবার (১৯ অক্টোরব) দুপুরে উপজেলা পরিষদ মোড়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবদলের সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘গত ১৬ বছর যেসকল দাবি নিয়ে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আন্দোলন করেছিলেন প্রতিটি দাবি ছিল এদেশের সাধারণ মানুষের স্বার্থে।
যেমন বাংলাদেশে পূনর্ঃগণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য গত ১৬ বছর ধরে মানুষের হৃদয়ে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। শুধু তাই নয় গত ১৬ বছর পর্যন্ত একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন এবং দেশের মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাড়িয়ে নির্বিঘেœ পছন্দের প্রার্থিকে ভোট দিতে পারেন তার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছিলেন। যদিও তার বক্তব্য রেডিও টেলিভিশনে প্রচার করা হতো না। তিনি (তারেক রহমান) একটি কথা বলতেন, আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন আমি (তারেক রহমান) এজন্য আন্দোলন করছি না। আমি (তারেক রহমান) আন্দোলন করছি, আপনারা যাতে আপনাদের ভোটাধিকার ফেরত পান। সে আন্দোলন এখন সফল হবার পথে। যদিও এখনো বাংলাদেশে নির্বাচন হয়নি, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি।’
নুরুল ইসলাম নয়ন নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, ‘দলের পক্ষ থেকে আপনাদের জন্য দু’একটি বার্তা রয়েছে। তাহলো, আপনারা এই পরিবর্তিত পরিস্থিতিতে সর্তক থাকবেন। আপনাদের মিছিলে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকে যেতে না পারে কারণ লক্ষনীয় যে অতিতে যে গত ১৬ বছর যে পরিমাণ নেতাকর্মী মিছিল মিটিং করতো তার চেয়ে অনেক বেশি নেতাকর্মী এখন মিছিল মিটিং করছে। খেয়াল রাখতে হবে মিছিলে যাতে গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদি, দালাল, চিহ্নিত আওয়ামীলীগার, সন্ত্রাস, চাঁদাবাজ, দুবৃত্ত, প্রতারক ঢুকে যেতে না পারে।’
নুরুল ইসলাম আরও বলেন , ‘গত ১৬ বছরে মিছিল-মিটিং, আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ করেছে পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেই সকল নেতা কর্মীকে আমরা আজকে নতুনদের ভীড়ে হারিয়ে না ফেলি তার জন্য খেয়াল রাখতে হবে।’
লিফলেট বিতরণকে ঘিরে তিনি বলেন, ‘আপনারা লিফলেট বিতরণকে কেনো দিনক্ষণ-তারিখের মধ্যে না রেখে আজকে থেকে আগামী নির্বাচন না হওয়া পযর্ন্ত গনসংযোগ অব্যাহত রাখবেন। সেটি লিফলেট বিরতরণ করেও হতে পারে আবার লিফলেট ছাড়াও হতে পারে। প্রতিদিন আপনারা ঘর থেকে বের গিয়ে আবার ঘরে ফেরা পযর্ন্ত একজন মানুষের কাছেও বিএনপির বার্তা পৌছে দিতে পারেন। বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রিয় নেতাদেশ নায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিতে পারেন।
তাহলে আমার বিশ্বাস আগামী নির্বাচনের আগে বাংলাদেশে প্রতিটি ভোটারের কাছে বিএনপির বার্তা পৌঁছানো সম্ভব হবে বলে আমি মনে করি।’
নুরুল ইসলাম নয়ন জানান, ‘আপনারা সদলবলে লিফলেট বিতরণ করতে যাবেন না। দুজন-তিনজন সর্ব্বোচ ৫ জন কিংবা আপনি একা একাও লিফলেট বিতরণ করতে পারেন। কারণ আপনি যদি সদলবলে লিফলেট বিলি করেন, সেক্ষেত্রে রাস্তার দুই পাশে সাধারণ গ্রেরস্থ কিংবা কৃষক যেসকল পন্য সামগ্রী সাজিয়ে বসে আছে বিক্রি করার জন্য আপনার ভীড়ের মধ্যে সেসকল পন্য সামগ্রী আপনার পায়ের তলায় পিষ্ট হয়ে নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ সাধারণ মানুষের কষ্ট হতে পারে, ক্ষতি হতে পারে এমন কোন কাজ করা যাবে না।’
যুবদলের উদ্যেশ্যে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় সর্তকবার্তা দিয়েছি যাতে দলের শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজেই আমাদের সংগঠনের নেতাকর্মীরা সম্পৃক্ত না হয়। তারপরেও কেউ কেউ সর্তকবার্তা উপেক্ষা করে যখন অন্যায়ে নিজেকে জড়িয়ে ফেলেছে। আমরা কোথাও কোথাও তাদেরকে শোকজ করেছি। অনেক জায়গায় তাদেরকে বহিস্কার করেছি, কোথাও কোথাও কামটি বিলুপ্তি করেছি। এমন হয়েছে আমাদের সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছি।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক লাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রজব মিয়া, চিলমারী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল বারী সরকার, সহসভাপতি সাহেব আলী, সামছউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদাকাত হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, উপজেলা যুবদলের আহবায়ক ইউনুস আলী, যুগ্ম আহবায়ক মীর মোশারফ হোসেন বকুল, জাহাঙ্গীর আলম সাদ্দাম, সদস্য সচিব রহুল আমিন জিয়া, ছাত্রদলের আহবায়ক, ইয়াকুৎ সাদ্দাৎ সাক্ষর প্রমূখ। বক্তব্য শেষে উপজেলা সদরের থানাহাট বাজার, এলএসডি মোড়, কলেজমোড় সহ বেশকিছু এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।