সেলিম মাহবুব,ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি: ছাতক রেলওয়ে মাঠে সবুজ সংঘ আয়োজিত প্রথম নাইট মিনি ফুটবল টুনামেন্ট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারি রাতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ছাতক পৌর সভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাবেক মহিলা কাউন্সিলর
তাছলিমা জান্নাত কাকলী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও রেলওয়ের প্রধান অফিস সহকারী সুরঞ্জন পুরকায়স্থ। উদ্বোধনী ম্যাচ ভাসখালা কিং ইলেভেন ও মধুকোনি ভাই ভাই ফুটবল টিমের মধ্যে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ভাসখালা কিং ইলেভেন ৩-২ গোলে বিজয়ী হয়েছে। খেলাটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ লেচু। খেলা উদ্বোধনের সময় সুলতান মিয়া, মহব্বত আলী, দেলোয়ার হোসেন, কামাল মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা কমিটিতে রয়েছেন ইকবাল হোসেন, জালাল মিয়া, ঈমাম হোসেন ইমন, সাজু মিয়া, তারেক, আলমগীর, হৃদয় হোসেন, ফয়েজ আলম, জাকির হোসেন, সামি আহমদ। সার্বিক সহযোগিতায় রাজু আহমদ, ইয়ামিন আহমদ, ইসমাইল হোসেন, পলাশ ঘোষ, সুয়েব আহমদ রাজু, রুবেল পাঠোয়ারী, সফিক পাঠোয়ারী, রবি পাঠোয়ারী, সাদ্দাম হুসেন নুরু মিয়া, নুরনবী, সাজু আহমদ, এমদাদ হোসেন হৃদয়, শান্ত, জাহিদ হাসান, সোহাগ মিয়া, রাসেল মিয়া, আলাল মিয়া, আরিফ আহমদ, মোর্শেদ, ইমন কয়েছ, গিয়াস, খোর্শেদ প্রমুখ।