সেলিম মাহবুব,ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা সোমবার ২৭ জানুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দু”দিন ব্যাপী বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১ম, ২য়,ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। সোমবার বিকেলে জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক আবু হেনার সভাপত্বিতে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক বিল্লাল হোসেনের পরিচানায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, সহকারী শিক্ষক দ্বীপন কুমার তালুকদার, সিনিয়র শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, নুরুল আমিন, নাসিমা আক্তার, সাবেরা সুলতানা, নজমূল হোসেন, স্বপ্না আক্তার, ইয়াকুব আলী, আব্দুর রহমান মীর, জাহেদ হোসেন, নুসরাত জাহান, উত্তম চন্দ্র রায়, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, তুরন মিয়া, সামছুল ইসলাম, মুজিবুর রহমান ও বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা দেব, ফাইজা আক্তার, স্থানীয় কবির আহমদ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমদ শিক্ষার্থী মাছুমা,ও গীতা পাঠ করেন দীপ তালুকদার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় লোকজন, অভিভাবক ও বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।