সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৩ জন ভিক্ষুককে এসব কর্মসংস্থান সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার ২১ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান অতিথি হিসেবে ছাতকের ১৩ জন ভিক্ষুককে গরু, ছাগল, হাঁস, মুদি দোকানের মালামাল ও হোটেল পরিচালনা সামগ্রী, দোকানের জন্য সবজি ভর্তি ভ্যানগাড়ি ও ভ্যানগাড়িসহ ষ্টেশনারী দোকানের মালামাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে কর্মসংস্থান সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(অ.দা.) মোঃ আল আমিন, সমবায় ককর্মকর্তা কাজী মোঃ মহসীন, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল আলিম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক কাজি রেজাউল করিম রেজা, সাংবাদিক আমিনুল ইসলাম আজির সাকির আমিন, ছাত্র সমন্বয়ক জুবায়ের আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসের ফয়জুর রশীদ, মিজানুর রহমান, স্মৃতি রাণী দাস প্রমুখ। পূর্নবাসিত ভিক্ষুকদের মাঝে জয়ফুল নেছা ও আলছুমা বেগমকে ৭৫ টি করে হাঁস, নুর ইসলামকে ১টি গাভী, মকদ্দুছ আলী, গিয়াস উদ্দিন, হানিফ আলী ও জমসিদ আলীকে ২৫টি ছাগল, নুরুল আবদীনকে সবজি ভর্তি ভ্যানগাড়ি, সুনারা বেগমকে ষ্টেশনারী দোকানের মালামাল ভর্তি ভ্যানগাড়ি, আব্দুস সহিদকে মুদি দোকানের মালামাল ভর্তি ভ্যানগাড়ি, উকিল আলীকে চা-ষ্টল দোকানের মালামালসহ সরঞ্জাম ও নোয়াব আলীকে সবজি ভর্তি ভ্যানগাড়ি প্রদান করা হয়। সকল উপকারভোগী ভিক্ষুকদের পরিবহন খরচের জন্য ১ লাখ ১১ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2025 EB NEWS. All rights reserved.