এম মুরশীদ আলী : খুলনা জেলা জাতীয় পার্টির উপদেষ্টা শেখ আব্দুল ওহাব এর দোয়া মাহফিল গত ৯ জানুয়ারী জোহর বাদ কাজদিয়া বাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা সহ-সভাপতি মো: ইসমাইল খান টিপু। উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াদুদ মোড়লের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা শেখ আব্দুল আজিজ, জেলা সহকারি অর্থ সম্পাদক শেখ আব্দুল গফফার মাস্টার, উপজেলা সিনিয়র সহ-সভাপতি তাইজুল ইসলাম শেখ, নজরুল ইসলাম পাইক, সহ-সাধারণ সম্পাদক ডা: ফিরোজ মামুন। এ সময় উপস্থিত ছিলেন ডা: হাবিবুর রহমান, উপজেলা যুব সংহতির সভাপতি ইফতিকার আহমেদ, তাজুল ফকির, রবিন বিশ্বাস, সুমন হাওলাদার প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কাজদিয়া বাজার মসজিদের ইমাম।