জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া ১৩ সেপ্টম্বর শুক্রবার থেকে শুরু হয়ে সোমবার ১৬ সেপ্টম্বর পর্যন্ত চারদিনের টানা ভারী বর্ষণে ডুমুরিয়া পাশ্ববর্তী জেয়ালা তালতলা খৈল ও বাহির মৎস্য খামার নামক মজিবর রহমান খানের ২শত বিঘা মৎস্য খামার প্লাবিত হয়ে ক্ষতি হয়েছে প্রায় ২কোটি টাকার উপরে। বর্তমানে ভুক্তভোগী মৎস্যাখামারি মজিবর রহমান খান হতাশাগ্রস্থ জীবনযাপন করছে।
সরজমিন যেয়ে দেখা যায় ২শত বিঘার মাছের ঘেরটি পানিতে থৈথৈ করছে,ঘেরটির ভেঁড়িবাঁধের নিশানা পর্যন্তও দেখা যাচ্ছে না। এর ফলে ঐ মাছ চাষি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। টানা বৃষ্টি ও শালতা নদীর জোয়ারে উপচে পড়া পানির কারণে ডুমুরিয়া পাশ্ববর্তী তালা উপজেলার জেয়ালা তালতলা খৈল ও বাহির মৎস্য খামারসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
কথা হয় ভুক্তভোগী মজিবর রহমান খানের সঙ্গে তিনি আমাদের প্রতিনিধিকে জানান ডুমুরিয়ার শাহাপুর কৃষি ব্যাংক থেকে ৪০ লক্ষ টাকা লোন নিয়ে মৎস্য ঘেরটি পরিচালনা করে আসছি।সব মিলিয়ে চলছিলো বেশ ভালো হঠাৎ গত ১৩ সেপ্টম্বর শুক্রবার থেকে শুরু হয়ে সোমবার ১৬ সেপ্টম্বর পর্যন্ত চারদিনের টানা ভারী বৃষ্টি ও শালতা নদীর জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় আমার মৎস্য খামারটি প্রাবিত হয়ে, প্রায় সমস্ত মাছ বাহির হয়ে যায়।বর্তমানেও আমার মাছের ঘেরটি নিরাকার। তিনি আরও জানান এখন ঘেরে জাল ফেলেও একটি মাছেরও দেখা মেলেনি। তিনি সরকারের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন বাংলাদেশ সরকার যদি আমাদের মতো ঘের ব্যবসায়ীদের পাশে না দাঁড়ায় তাহলে আমরা ভিটেবাড়ী হারা হয়ে যাবো।সঙ্গে সঙ্গে আথিক সহযোগিতা কামনা করেন।।