জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি: নৌবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে খুলনার ডুমুরিয়া উপজেলার চেচুড়ী গ্রামে স্বামী হারা এক গৃহবধু-কে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।
ছবি: সংগৃহীত
এলাকাবাসীর সঙ্গে কথা বলে ও বাদিনীর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চেচুড়ী গ্রামের জহুরুল মোড়লের ছেলে নৌবাহিনীতে কর্মরত শামীম মোড়ল কিছুদিন আগে ছুটি কাটাতে নিজ বাড়িতে আসে।
বিগত কয়েকদিন ধরে প্রতিবেশি ২ বছর আগে স্বামী হারা ২ সন্তানের জননীকে মাঝে-মধ্যে কুপ্রস্তাব দিতো। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তারই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে ফাঁকা-বাড়িতে একা পেয়ে ওই নারীর ঘরে ঢুকে জোরপূর্বক তাকে জাপটে ধরে যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে। এক পর্যায় ওই নারী চিৎকার দিলে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে আসলে শামীম পালিয়ে যায়। ওই ঘটনার প্রতিকার চেয়ে সেই নারী বাদি হয়ে ১৭ অক্টোবর শামীমের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
মোঃ শামীম মোড়ল বর্তমানে কক্সবাজারের পেকুয়া এলাকায় নৌবাহিনীতে কর্মরত আছে।
এ প্রসঙ্গে ডুমুরিয়া অঢিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, বাদির লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু করেছি মামলা নং (১২) তারিখ ১৭/১০ /২০২৪ তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।