গাজী রাসেল আকবর, নিজস্ব প্রতিনিধি: ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় খুলনার ডুমুরিয়ার শাহপুর গাঙচিলের বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহপুর গাঙচিলের সভাপতি অধ্যাপক মোঃ হান্নান গোলদার।
উপস্থিত ছিলেন, গাঙচিলের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন, প্রধান অতিথি ছিলেন কবি এস এম নূরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইবি নিউজ ২৪ পত্রিকার সাংবাদিক, গাজী রাসেল আকবর, চাঁদের হাট ডুমুরিয়া শাখার সদস্য সচিব মোঃ জাকির হোসেন, বক্তব্য রাখেন শাহপুর গাঙচিলের সহ-সভাপতি ইকবাল হোসেন বিশ্বাস, অর্থ সম্পাদক সুমন বিপ্লব ,প্রচার সম্পাদক ডাঃ আশরাফ আলী গোলদার, সম্পাদক গোলাম মোস্তফা সাগর ।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক অর্ণব হাসান, যারা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছিল পঞ্চম শ্রেণির রেদোয়ান ইসলাম, কোহিনুর ,মাহিয়া ও সাজিয়া। চতুর্থ শ্রেণির মিফতাহুল জান্নাত রাদ ও রোদেলা রহমান, ও কুলসুম খাতুন ও তৃতীয় শ্রেণির তাহা আলম প্রমুখ।