ফলে বৃষ্টি মৌসুমে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে কৃষকেরা অবৈধ দখলদারদের বাঁধার মুখে খালের পানি ব্যবহার এবং নৌকা-ডিঙ্গী চলাচল করতে না পারায় তাদের ফসল উৎপাদন ব্যহত হয়ে আসছিলো।চলতি বর্ষা মৌসুমে অতি বর্ষণে এলাকার অধিকাংশ খাল-বিল গ্রাম প্লাবিত হয়ে থাকলেও পানি নিষ্কাশনের ব্যবস্হা বিঘ্নিত হওয়ায় এলাকা এখনও জলাবদ্ধতায় প্লাবিত হয়ে আছে। এলাকার ভূক্তভোগী মানুষের দূর্দশার কথা চিন্তা করে ঐক্য জোটের নেতৃবৃন্দ এলাকাবাসীকে সাথে নিয়ে নদী-খাল-বিলের অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানান। তাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আরাফাত হোসেনের নেত্বত্বে গত ২৩ আগষ্ট স্হানীয় সেনাবাহিনী ক্যাম্প ও থানা পুলিশের সহযোগিতায় অবৈধ ভাবে দখলকারী ভূমি দস্যুদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে খালগুলো সাধারণের জন্যো উন্মুক্ত করে দেন। এ ঘটনার পর অবৈধ দখলদারদের ওই সব খালগুলো পূণ: দখলের চেষ্টা করতে থাকলে প্রশাসন ও স্হানীয় জনসাধারণের বাঁধার মূখে তা পন্ড হয়ে যায়।
এতে দখলদাররা ক্ষুব্ধ হয়ে বিল ডাকাতিয়া সংগ্রাম ঐক্য জোটের কয়েক জন নেতৃবৃন্দ, স্হানীয় জনপ্রতিনিধি এবং প্রতিবাদী কয়েক জন সাধারণ মানুষের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় হয়রানী মূলক মামলা দায়ের সহ নানা বিধ হুমকি-ধামকি,মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ওই সকল ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন এবং তারা যেন খাল পুণ:দখল করতে না পারে তার জন্যে প্রশাসমের প্রতি জোর দাবী জানিয়েছেন ভূক্তভোগী এলাকাবাসী। এ সময় সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন বি,এম সামিউলইসলাম,বিএম নাজমুল ইসলাম,ইউপি সদস্য গোলাম রাব্বানী শেখ,বিল্লাল হোসেন প্রমূখ।