শাহাদাত হোসেন নোবেল, খুলনা: ৬৭ জন শিক্ষক পদত্যাগের কারনে থমকে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বৈষম্য বিরধি ছাত্র আন্দোলন এর ছাত্ররা কিছু শিক্ষককে অবাঞ্ছিত করার কারনে এক যোগে ৬৭ জন শিক্ষক পদত্যাগ পাত্র জমা দেয়। শিক্ষকদের পদত্যাগের কারনে শিক্ষাদান,প্রশাসনিক কার্যক্রম সহ সকল দিকে নানা বিধি জটিলতা ও অসুবিধার সন্মূক্ষীন হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
নতুনদের ক্লাস শুরু হওয়া। একই সঙ্গে বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষাও অনুষ্ঠিত এসেবে বিঘ্ন ঘটছে। কিন্তু প্রাত্যহিক ক্লাসের সঙ্গে এ সবই জটিলতা রয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় ক্লাসে শিক্ষা দান এর ব্যাঘাট ঘটছে। বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য, নেই রেজিস্ট্রার শিক্ষক,বেশিরভাগ ভিসি,প্রভিসির রুম তালা বদ্ধ। জন সংযোগ বিভাগ সহ বেশির ভাগ বিভাগের এমন পরিস্থিতি। এই অবস্থায় শিক্ষাথিদের শেষনজট সহ নানা অনিশ্চয়াতায় রয়েছেন।