এম মুরশীদ আলী : রূপসা থানায় সদ্য যোগদান অফিসার ইনচার্জ গত ৪ জানুয়ারী সন্ধ্যায় রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের টি-আপ্যায়ন ও মত বিনিময় সভা ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
*
এ সময় প্রধান অতিথি অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান চা-চক্রের কথোপকথনে বলেন- আপনারা সাংবাদিক একটি মহৎ পেশায় নিয়োজিত আছেন। সারা দেশে সাংবাদিকদের লেখনির মাধ্যমে বিভিন্ন সংবাদ আমরা পত্র পত্রিকায় জানতে পাই। নিজস্ব পেশাগত নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রেখে তথ্য সংগ্রহ, সত্য অনুসন্ধান ও বিশ্লেষণের মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সাংবাদিকরা জনগণের সামনে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করে যাচ্ছেন। যা সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করে থাকে। সরকারের নীতিমালা ও কর্মকান্ডের উপর সাংবাদিকরা নজর রাখে এবং অনিয়ম প্রকাশে দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে কার্যকর ভূমিকা পালন করে। সঠিক তথ্যের প্রচার এবং জনগণের আস্থার ভিত্তিতে সাংবাদিকতাকে এগিয়ে নিতে পরামর্শ প্রদান করেন।
*
বিশেষ অতিথি ছিলেন- রূপসা থানা (সেকেন্ড অফিসার) এস আই মো. ফজলুল হক জাহিদ।
টি-আপ্যায়ন অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি এম মুরশীদ আলী, সাধারণ সম্পাদক ইউসা মোল্লা, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, সাংগঠনিক সম্পাদক আ: মজিদ শেখ, দপ্তর সম্পাদক বিএইচ বাকি, ক্রীড়া সম্পাদক মাসুম সরদার, সাংস্কৃতিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, আব্দুল মান্নান, আহাম্মদ হোসেন প্রমূখ।