আজিজুল ইসলাম,স্টাফ রিপোর্টার: দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি চেয়ারম্যান মো. সুমন সরদার। তিনি গত ৫ নভেম্বর বিকেলে রূপসা উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ক্লাবে অবস্থান কালীন সময়ে সাংবাদিকতার মান উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর গঠন মূলক পরামর্শ প্রদান করেন। তাছাড়া প্রেসক্লাবের কার্যক্রম আরো উন্নত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। তাঁর সফর সঙ্গী ছিলেন- দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার অফিস প্রশাসক মো. ওলি উল্লাহ। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সেক্রেটারী সাংবাদিক এম মুরশীদ আলী, আ: মজিদ শেখ, দৈনিক ফুলতলা প্রতিদিন এর স্টাফ রিপোর্টার মো. আজিজুল ইসলাম।