সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহবায়ক বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী রানাকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজারের বাঁশতলা চৌধুরী পাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় তাঁকে পুলিশ গ্রেফতার করে। জসিম উদ্দিন চৌধুরী রানা মাষ্টার গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে৷ ২০২৪ ইং সনের নভেম্বর মাসে দোয়ারাবাজার থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। স্থানীয়রা জানান, যুবলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী রানা মাষ্টার আওয়ামীলীগ আমলে সীমান্তের চোরাচালান নিয়ন্ত্রণ করতেন। ক্ষমতার অপব্যবহার করে নিরীহ জনসাধারণের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।এছাড়া স্থানীয় এমপির আস্থাভাজন হওয়ায় কারণে সরকারি উন্নয়ন কাজ নিয়ন্ত্রণ করতেন তিনি।নামে-বেনামে ভুয়া প্রকল্প সৃষ্টি করে লুটপাট, সরকারি ভুমি থেকে পাথরচুরি, স্থানীয় স্কুলের ফান্ড তছনছের অভিযোগও ছিল এ যুবলীগ নেতা জসিম মাষ্টারের বিরুদ্ধে।