শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ধর্মীয় প্রতিষ্ঠান ঈদগাহ ভাংচুর করার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোঁকা গ্রামে রশীদ মাষ্টারের নেতৃতে, তবি, রাজু ও তার সহযোগীরা ধর্মীয় প্রতিষ্ঠান ঈদগাহ ভাংচুর করার প্রতিবাদে ও বিচারের দাবিতে জোঁকা গ্রামবাসী মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে স্থানীয় কোমলপুর বাজারের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তরা দাবি করেন- যেহেতু ঈদগাহটি দুই গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করেন। সেহেতু ঈদগাহটির নাম করণ উপজেলা চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী ‘ঈদগাহ ময়দান’ করা হোক।

ফেসবুকে ফলো দিয়ে রাখুন 

https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL

অনুষ্ঠিত মানববন্ধনে অত্র ঈদগাহ কমিটির সদস্য ও ঝাঁপা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, তার বক্তব্যে বলেন- বিএনপি নেতা ও নাশকতার আসামী সাবেক মেম্বার ইউছুপ আলী ও মতলেবের নেতৃত্বে রশীদ মাষ্টার, তবি, রাজু, মনি মাষ্টার ঈদগাহর নাম ফলকের টাইলস ভেঙ্গে দিয়েছে।
এসময় আমেরিকা প্রাবাসী জোঁকা গ্রামবাসীর প্রতিনিধি হানেফ আলী সরদার, মেম্বার আব্দুল গফুর, জামাল হোসেন, মো. নূরুজ্জামান, বিপ্লব হোসেন, রিপন হোসেন, কামাল হোসেন প্রমূখ বক্তব্য দেন।
বক্তারা আরো বলেন- এই ঈদগাহর নাম ছিলো জোঁকা-দিঘীরপাড় ঈদগাহ ময়দান। দিঘীরপাড় গ্রামের নাম জোঁকার পরে দেওয়ার বিষয় নিয়ে দুই গ্রামের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। এক পর্যায় দিঘীরপাড় গ্রামের উল্লেখিত ব্যক্তিরা ঈদগাহটির নাম ফলক ঈদুল আযহার দুই দিন আগে রাতে ভেঙ্গে দেয়। এঘটনায় মনিরামপুর উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে ঈদুল আযহার আগের দিন দুই গ্রামের প্রতিনিধিদের নেতৃত্বে দুই শতাধিক লোকের উপস্থিতিতে দীর্ঘ দুই ঘন্টা মিটিং শেষে চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন লাভলু সিদ্ধান্ত দেন, ঈদগাহটির নাম করণ ‘ঈদগাহ ময়দান’ করার জন্য। সেই সিদ্ধান্ত উভয় গ্রামের লোকজন মেনে নেন।

সাবস্ক্রাইব করুন ইউটিউবে https://www.youtube.com/@ebnews24

সেই মোতাবেক জোঁকা গ্রামের প্রতিনিধি আমেরিকা প্রবাসী হানেফ আলী সরদার এবং দিঘীরপাড় গ্রামের প্রতিনিধি ডাঃ গণি মধ্যে আলোচনা হয়ে ‘ঈদগাহ ময়দান’ নাম ফলক তৈরি করে স্থাপন করেন। পরে গত ৭ জুলাই রাতে উপজেলা চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করে দিঘীরপাড় গ্রামের উল্লেখিত ব্যক্তিরা সেই নাম ফলকও ভাংচুর করেছে।
এ সময় মানববন্ধনে আমেরিকা প্রবাসী হানেফ আলী সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফিরোজ হোসেন, আব্দুল গফুর, ইলিয়াজ হোসেন মোনো, অত্র ঈদগাহর ইমাম আজহারুল ইসলাম, মো. মনিরুজ্জামান, আব্দুস সালাম, আসাদ, মফিজুর রহমান, রাফি হোসেন, শফি, ইকবাল হোসেন, রেজাউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন সহ শতাধিক জোঁকা গ্রামবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category