এম মুরশীদ আলী, খুলনা: রূপসা উপজেলা পরিষদে নব নির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা বিনিময় সভা করে উপজেলা সদরস্থ কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও স্কুল শিক্ষকগণ। গত ১৬ জুলাই সকাল সাড়ে ১১ টায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন করা হয়।
ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL
শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদে নব নির্বাচিত চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। তিনি বলেন- আমাদের প্রথম পর্যায়ে শিক্ষা এসেছে প্রাক প্রাথমিক থেকে, তারপর মাধ্যমিকে। তাই শিশুদের পড়ার প্রতি দক্ষ করতে ছোটবেলা থেকেই গড়ে তুলতে পড়ার পাশাপাশি খেলা-ধুলায় উৎসাহিত করতে হবে। বিদ্যালয়ের শিক্ষকরা যদি বাচ্চাদের পড়ার প্রতি ভালবাসা বাড়ায় তা হলে শিশুরা শিক্ষায় ধৈর্য এবং ইতিবাচক শিক্ষার পরিবেশ পাবে। তাতে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার দক্ষতা বিকাশের মূল চাবিকাঠি হবে। আপনাদের পরিশ্রমের শিক্ষা বাচ্চারা ধারণ করে একদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনা করতে সক্ষম হবে।
ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24
আলোচনা সভায় বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা সাবানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাবলু কুমার আঁশ, শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি এসকে কুদরত আলী, সহ সভাপতি আব্দুস সালাম শেখ, সদস্যা শারমিন আক্তার মিষ্টি, শামিমা সুলতানা সুমি। তাছাড়া এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মো. আনিসুর রহমান, বিষ্ণু রায়, দেব দাস বৈরাগী, দিলারা খানম, শামিমা নাসরিন, উম্মে আসমা, রোজিনা খানম প্রমূখ।