নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডা. শামীমা সুলতানা । স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে তাঁকে পদায়ন করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনি ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এর কাছে থেকে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা তার দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য,ডা. শামীমা সুলতানা পড়ালেখা শেষ করে ৩২ তম বিসিএসে মেডিকেল অফিসার হিসেবে চাকরি শুরু করেন। তার পৈতৃিক বাড়ি রাজশাহী তবে শ্বশুরবাড়ি হিসেবে তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা । এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।