জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি এবং বেসরকারিভাবে দেশব্যাপী বিভিন্ন আয়োজনে পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
রবিবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ শাহজাহান জমাদ্দারের সভাপতিত্বে নিরাপদ সড়ক দিবসে মাসব্যাপী কর্মসূচি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় শাহাজান জমাদ্দার বলেন অক্টোবর মাস নিরাপদ সড়ক দিবসের মাস। এই অক্টোবর মাসে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তম স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মধ্য দিয়ে অক্টোবর মাসে নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছিল। আজ নিরাপদ সড়কের দাবি দেশের গণ্ডি পেরিয়ে বহি:বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা সড়ক দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড বন্ধ চাই। আমরা নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা জাতীয় সড়ক দিবসে যে কর্মসূচি হাতে নিয়েছি সেটা যথাযথভাবে পালন করবো।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় সড়ক দিবস উদযাপন কমিটির কার্যকরী সদস্য
জাহাঙ্গীর আলম মুকুল, জাহিদুর রহমান সোহেল, মহিতুর রহমান,মোঃ আব্দুল্লাহ খান, জুলফিকার আলী ভুট্টো, শাহারুজ্জামান সবুজ, আব্দুল হক লিটন, গাজী সোহেল আহমেদ, এম এ জলিল।