সাকিব হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) অল ও সহযোগী সংগঠন এর আয়োজনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপিত, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা বিএনপির কার্যালয়ে দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও দুমকী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনায়, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান, সহ সভাপতি মোঃ আমির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান খান, যুগ্ম আহবায়ক মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ মাসুদুল আলম মৃধা, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম খাঁন, উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, যুগ্ম আহবায়ক সাইফুল রহমান রিয়াজ, যুগ্ম আহবায়ক ওবায়দুল ইসলাম অভি, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ মৃধা, যুগ্ম আহবায়ক মোঃ সজিব সরদার প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মাওলানা মোঃ মতিউর রহমান।