গাজী রাসেল আকবর, নিজস্ব,প্রতিনিধি: আলু ৬০/৭০ টাকা, আদা ৩০০ /৪০০ টাকা পিয়াজ ৯৫/১০০ টাকা, রসুন ১৯০/২০০ টাকা, এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন।
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন।
চাউল ৬০/৭০/৮০ টাকা
সয়াবিন তেল ২০০ টাকা
৬০/৮০/১০০ টাকার নিচে কোন সবজি নাই,
শাক কিনতে গেলে ৩০/৪০ টাকা আটি।
ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL
চিনি ১৫০ টাকা,
এর মধ্যেও ২৪ ঘন্টার ভিতরে ভালো করে ১২ ঘন্টাও বিদ্যুৎ থাকেনা!!
এক সময় মনে হত আমি মধ্যবিত্ত,
এখন বাজারে গেলে বুঝি আমি মধ্যবিত্ত নয় আমি গরিব এবং নিম্ন মধ্যবিত্ত গরীব।
চারিদিকে হতাশা,
আয় করি দুই টাকা আর ব্যায় এর হিসাব লম্বা।
কোথায় যাবে এই অসহায় নিম্ন আয়ের সাধারণ জনগন?
বাজারে গেলে মাথা ঠিক থাকে না।
ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24
হিমসিম খাচ্ছি সংসার চালাতে।
জীবনের হিসাব মিলানো খুব কষ্ট,
এটা হাজার হাজার মানুষের মনের কথা সেটা আমি বুঝি।
কারণ বাজারটা আমি নিজে করি।
একদিকে হাজার হাজার কোটি টাকা লুটপাট, বড় বড় পদে থেকে দুর্নীতির মহা উৎসব,যার ভয়াবহ প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। এভাবে উচ্চবিত্ত আরও ধনী হচ্ছে আর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবন হতদরিদ্রে পরিণত হচ্ছে। ফলে বাড়ছে জনদুর্ভোগ। সর্বোপরি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে বয়ে আনছে অমানিশার ঘোর অন্ধকার।