রানা ইসলাম
গত ২৮ জানুয়ারী জাতীয় একটি দৈনিকে শিরোনামে নদীর মাটি ও গাছ কেটে বিক্রি করলেন হযরত আলী কাল্টু ও নুরনবী । প্রকাশিত সংবাদটির আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদ লিপিতে হযরত আলী কাল্টু ও নুরনবী বলেন,আমাদের জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। সামাজিক ভাবে আমাদের হেয় প্রতিপূর্ণ করার জন্য এ সংবাদটি প্রকাশ করা হয়। প্রতিবাদে প্রকৃত ঘটনায় হযরত আলী ও নুরনবী বলেন,জনৈক একজন কৃষকের জমি পাড়ের কিছু অংশ ঐ নদীতে ভেঙ্গে মিশে যায়।এতে ঐ কৃষক ক্ষতির সম্মুখীন হয়।পরবর্তীতে ঐ কৃষক আমাদের কাছে নদীতে মিশে যাওয়ার তার জমির মাটি বিক্রি করে।ক্রয়কৃত ঐ জমির মাটি কেটে আমরা অন্যত্রে বিক্রি করি। বিধায় উল্লিখিত এই প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমরা।