মো,মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: রুপসা উপজেলা প্রেসক্লাব ও দৈনিক ইবি নিউজ এর উপদেষ্টা কুয়েত প্রবাসী আলহাজ্ব জব্বার শেখের অর্থায়নে উপজেলা প্রেসক্লাবের সৌজন্যে গত ২৯শে জুন রবিবার উপজেলার বিভিন্ন শিক্ষাঙ্গনে ও ক্লাবে ফুটবল বিতরণ করা হয়। যুব সমাজকে খেলা- ধুলার প্রতি আকৃষ্ট করে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার লক্ষে এই আয়োজন করা হয়। তিনি এর আগেও অসহায় দরিদ্র ও বিভিন্ন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ সহ সমাজসেবা করে আসছেন।
উপজেলার উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাইপুর ডিগ্রি কলেজ, আলাইপুর ইউনাটেড মাধ্যমিক বিদ্যালয়, আলাইপুর ক্রীড়া সংঘ,পিঠাভোগ মাধ্যমিক বিদ্যালয়, ডোবা মাধ্যমিক বিদ্যালয়,গোয়াড়া মাধ্যমিক বিদ্যালয়, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সিএস মিলন একাদশ, চাঁদপুর দাখিল মাদ্রাসা, বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল গুলো বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ইউশা মোল্লা, কোষাধ্যক্ষ নাহিদুজ্জামান নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ শেখ,আইসিটি সম্পাদক মোঃ রায়হান মুন্সি।